এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ০২ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) হিসাব ব্যবস্থা
(খ) তথ্য ব্যবস্থা
(গ) নিরীক্ষা ব্যবস্থা
(ঘ) বিবরণী ব্যবস্থা
৭. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
(ক) শেয়ার মালিক (খ) শ্রমিক সংঘ
(গ) ব্যবস্থাপনা (ঘ) ভোক্তা সংঘ
৮. লুকা প্যাসিওলি পেশায় কী ছিলেন?
(ক) ধর্মযাজক (খ) চিকিৎসক
(গ) বৈজ্ঞানিক (ঘ) জ্যোতির্বিদ
৯. কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়?
(ক) ব্যবস্থাপনা
(খ) ব্যবসায় উদ্যোগ
(গ) হিসাববিজ্ঞান
(ঘ) অর্থনীতি
১০. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
(ক) আয়কর কর্তৃপক্ষ
(খ) পাওনাদার
(গ) ব্যবস্থাপক
(ঘ) ঋণদাতা
১১. হিসাববিজ্ঞান একটি- (ক) সাধারণ জ্ঞান
(খ) নীতিবিজ্ঞান
(গ) ফলিত বিজ্ঞান
(ঘ) সামাজিক বিজ্ঞান
১২. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
(ক) শেয়ারহোল্ডারগণ
(খ) কর কর্তৃপক্ষ
(গ) শ্রমিক সংঘ
(ঘ) পাওনাদার
উত্তর : ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. ক।